ওই সিএনজি পাম্পের স্টাফ মো. শরীফ বাংলানিউজকে জানান, পাম্পের সামনে বেপরোয়া একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক ছিটকে রাস্তায় ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
নিহতের ভাই মো. রফিক উদ্দিন বাংলানিউজকে জানান, তাদের বাসা বংশালের ৮৯ নম্বর মুকিম বাজার এলাকায়। ওই এলাকায় তার ভাইয়ের মোটরপার্টসের দোকান রয়েছে। প্রতিদিনের মতো দুপুরে তার ভাই পলাশী ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল থেকে মেয়ে সামিয়াকে আনতে গিয়েছিলেন। এরপরে প্রাইভেটকারের ধাক্কায় তার মৃত্যু হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এজেডএস/এএটি