সোমবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।
জুলফিকার আলী বলেন, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে। ফুলবাড়ী আমাদের সেই শিক্ষাই দিয়েছে। আমাদের অধিকার অক্ষুন্ন রাখার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে।
সাইফুল হক বলেন, এখন যারা সরকারে আছেন, ফুলবাড়ী আন্দোলনের সময় তারা বিরোধী দলের ছিলেন। সেই সময় তারা ফুলবাড়ীর এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। সরকারে আসার পর ফুলবাড়ী চুক্তি হুবহু কার্যকর করবেন বলে তারা সেই সময় বলেছিলেন। অথচ ১১ বছর ধরে ক্ষমতায় থেকেও ফুলবাড়ী চুক্তি কার্যকর করেনি।
‘ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে। সরকারের সঙ্গে চুক্তি না থাকলেও এশিয়া এনার্জি (জিসিএম) নামে ফুলবাড়ীকে ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জাতীয় কমিটি কর্মসূচি দিতে বাধ্য হবে। ’
রাজেকুজ্জামান বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে ষড়যন্ত্র এখনও থামেনি। উত্তরবঙ্গ প্রাকৃতিকভাবে সম্পদের কারখানা। আগে এখানে কয়লা পাওয়া যেত। এখন লোহার খনির কথা বলা হচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে সম্পন্ন একটি ষড়যন্ত্র আছে যা একটি দেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। বর্তমানে আমাজন জ্বলছে, বাংলাদেশের সুন্দরবনও ধ্বংসের পাঁয়তারা চলছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। ফুলবাড়ীর শহীদেরা আমাদের পথ দেখিয়েছেন। সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সমাবেশের পূর্বে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা ফুলবাড়ী আন্দোলনে নিহতদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসকেবি/এসএ