সোমবার (২৬ আগস্ট) দুপুরে র্যাব-১৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়াসিম উপজেলার দুলর্ভপুর গ্রামের এম হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে রোববার (২৫ আগস্ট) রাতে কানসাট শাপলা সিনেমা হলের পূর্ব পাশে আমের আড়তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি মোবাইল ফোনসহ ওই যুবককে আটক করা হয়। সোমবার সকালে তার নামে র্যাবের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআরএস