ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজউক ভবন পুরোপুরি এডিসমুক্ত হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
রাজউক ভবন পুরোপুরি এডিসমুক্ত হবে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম উদ্বোধনকালে রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ড. সুলতান আহমেদ বলেছেন, রাজউক ভবন পুরোপুরি এডিসমুক্ত হবে। 

সোমবার (২৬ আগস্ট) রাজউক ভবনের চারপাশে এডিস মশা নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।   

সুলতান আহমেদ বলেন, রাজউক ভবন ও ভবনের চারপাশে যেন এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কোথাও পানি তিন দিনের বেশি যাতে জমতে না পারে সেদিকে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় রাজউকের ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজউক ভবন, ভবনের আঙিনা ও আশে-পাশের এলাকাতে পানি জমার সম্ভাব্য স্থান ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার এ কার্যক্রম গ্রহণ করেছে রাজউক।

এ সময় ডিএসসিসির প্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী, রাজউকের সদস্য পর্ষদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।