সোমবার (২৬ আগস্ট) রাজউক ভবনের চারপাশে এডিস মশা নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সুলতান আহমেদ বলেন, রাজউক ভবন ও ভবনের চারপাশে যেন এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় রাজউকের ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজউক ভবন, ভবনের আঙিনা ও আশে-পাশের এলাকাতে পানি জমার সম্ভাব্য স্থান ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার এ কার্যক্রম গ্রহণ করেছে রাজউক।
এ সময় ডিএসসিসির প্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী, রাজউকের সদস্য পর্ষদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসই/আরআইএস/