সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।
ভিকটিমের অভিযোগে জানা যায়, প্রবাসী সাইফুর রহমানের সঙ্গে দীর্ঘ ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই কলেজছাত্রীর। বিদেশ থেকে আসার পর নিয়মিত সাইফুর রহমানের সঙ্গে তার যোগাযোগ হত। গত ২৩ আগস্ট শুক্রবার
বিকেলে তারা একসঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সাইফুর ভিকটিমকে তার বাড়ির একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে বিয়ে করবে বলে রাতভর ধর্ষণ করে। শনিবার ভোরে তাকে
কৌশলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় সাইফুর।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএ