রোববার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলীজোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- পেপুলীজোর গ্রামের আবেদ আলীর মেয়ে আরেফিন (১১) ও রশিদুলের মেয়ে রুখসানা (৯)।
মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ের ধার দিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল আরেফিন ও রুখসানা। তখন রুখসানা জলাশয়ে পড়ে পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে আরেফিন জলাশয়ে নামলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা জলাশয় থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি