সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মফিজুল ইসলাম (৪৭) ও তার ছেলে আজিজ (১৭)।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার শাহাপাড়া এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন মফিজুল ইসলাম। দুপুরে মফিজুল গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার জন্য ছেলে আজিজকে নিয়ে বের হন। পরে জয়দেবপুর থেকে ছেলেকে নিয়ে ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিল। এ সময় ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়।
এ সময় তার ছেলে আজিজ ও ইজিবাইকচালক আহত হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। এ সময় চিকিৎসক আজিজকে ঢাকায় পাঠায়। পরে ঢাকায় নেওয়ার সময় আজিজের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এসআই সাইফুল।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএস/এএটি