সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাওয়ালীপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জোনের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি।
এ সময় কাওয়ালিপাড়া-বালিয়া ও কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক ছোট বড় স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ধামরাইয়ের কালামপুর থেকে কালিয়াকৈর সড়কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কাওয়ালীপাড়া। এখানে অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছিল। তাই সংযোগ সড়কটি বর্ধিত করার জন্য অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি