ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ধামরাইয়ে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০০ ভবন ও স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাওয়ালীপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জোনের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি।

এ সময় কাওয়ালিপাড়া-বালিয়া ও কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক ছোট বড় স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ধামরাইয়ের কালামপুর থেকে কালিয়াকৈর সড়কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কাওয়ালীপাড়া। এখানে অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছিল। তাই সংযোগ সড়কটি বর্ধিত করার জন্য অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।