সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরিয়া একই গ্রামের আজিম শেখের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খেলতে খেলতে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায় আরিয়া। পরে তাকে না দেখে খোঁজাখুঁজি শুর করে তার স্বজনরা। এক পর্যায়ে ওই ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআরএস