ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কঠিন সময় জনগণের পাশে সিটি করপোরেশন: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
কঠিন সময় জনগণের পাশে সিটি করপোরেশন: মেয়র পরিচ্ছন্ন ও মশক নিধনকর্মীদের সঙ্গে কথা বলছেন মেয়র আতিক

ঢাকা: এডিস মশা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডেঙ্গু রোগের জীবাণু কোথায় কোথায় থাকে। আমরা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কঠিন সময় জনগণের পাশে আছে সিটি করপোরেশন। 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাজমহল রোডের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানে পরিচ্ছন্নকর্মীদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম একথা বলেন।  

মেয়র আতিকুল বলেন, আমি সিটি করপোরেশনের পক্ষ থেকে ও মেয়র হিসেবে আপনাদের (পরিচ্ছন্নকর্মীদের) ধন্যবাদ জানাই।

কারণ আপনারা সকাল থেকে কাজ করেন। পরে আবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাঠে থাকেন।  

মেয়র বলেন, ডাক্তার আমাকে হাঁটতে না করেছে পায়ে ব্যথা নিয়ে। পা সোজা করে রাখতে বলেছে। আজ আমার এখানে আসাটা শুধু ভালোবাসার কারণে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। একজন আরেকজনকে সম্মান করি। আমাদের মশক নিধনকর্মী ও পরিচ্ছন্নকর্মীরাও মানুষ। আমাদের কাউন্সিলরও একজন মানুষ। আমিও একজন মানুষ। এখানে মানুষের থেকে কেউ বড় নই আমরা। দায়িত্ব যতদিন আছে, ততদিন থাকবো। কিন্তু আমরা যখন দায়িত্বে থাকবো না, তখন কিন্তু সাধারণ মানুষের কাতারে দাঁড়াবো।  

ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিধনে চ্যালেঞ্জ নিতে পারবো বলে মশক নিধনকর্মী ও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে প্রতিজ্ঞা করেন মেয়র।  

এসময় জনগণের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার করে দেবো কিন্তু আমাদের সঙ্গে জনগণকে থাকতে হবে। এডিস মশা নিধনে সিটি করপোরেশনে জনবল আরও বাড়ানো হচ্ছে।  

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের জন্য। দেশের উন্নতির জন্য। প্রধানমন্ত্রীর চোখের অপারেশন হয়েছে লন্ডনে। সেখান থেকেও ফোন করে খবর নিয়েছেন সিটি করপোরেশনের কাজের। প্রধানমন্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরও রাস্তায় নামতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনসুর হোসেন, অঞ্চল-৫ এর নিবার্হী কর্মকর্তা মাসুদ হোসেন, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।