ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভার শোক মন্ত্রিসভার বৈঠক/ছবি: পিআইডি

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভা শোকপ্রস্তাব গ্রহণ করেছে।

সোমবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন।


 
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভা শোকপ্রস্তাব গ্রহণ করে।
 
গত ২৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯৭ বছর বয়সী মোজাফফর আহমদ।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।