ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রেনের ধাক্কায় চন্দন বর্মণ (৩৬) ও গোবিন্দগঞ্জে বাসচাপায় হরিরাম সরকার (৩৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ আগস্ট) সকালে দুই উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের মালিবাড়ী এলাকার সুধীর চন্দ্র বর্মণের ছেলে চন্দন এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার কানছগাড়ী গ্রামের গোচরন সরকারের ছেলে হরিরাম।

গাইবান্ধা সদর রেলওয়ে ফাড়ির ইনচার্জ রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে সাদুল্যাপুরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে রেললাইন পার হচ্ছিলেন চন্দন। এসময় ঢাকা থেকে লালমনিরহাটগামী অন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা বাংলানিউজকে জানান, সকালে মাছ কেনার জন্য বাইসাইকেলে করে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে দিকে আসছিলেন হরিরাম। পথে ফাঁসিতলা এলাকায় নাবিল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস  তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।