সোমবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দু’দেশে যেন কর দেওয়া না লাগে সেজন্য চুক্তি স্বাক্ষরিত হবে, এটার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে, চুক্তি সম্পাদনকারী এক রাষ্ট্রের কোনো মুনাফা কেবল উক্ত রাষ্ট্রেই করযোগ্য হবে। অর্থাৎ, যে রাষ্ট্রের মুনাফা সেই রাষ্ট্রেই করযোগ্য হবে।
এছাড়া আন্তর্জাতিক পরিবহনখাতে উড়োজাহাজ বা জাহাজ পরিচালনা বাবদ মুনাফা কেবল চুক্তি সম্পাদনকারী সেই রাষ্ট্রে করযোগ্য হবে যে রাষ্ট্রে উক্ত উদ্যোগের কার্যকর ব্যবস্থাপনার ক্ষেত্রে অবস্থিত। এক্ষেত্রে অপর রাষ্ট্রে অনুরূপ মুনাফার উপর যে কর ধার্য হবে তার ৫০ শতাংশের সমপরিমাণ কর হ্রাস করা যাবে। অর্থাৎ, বাংলাদেশের ক্ষেত্রে আমরা ৫০ শতাংশ হ্রাস করতে পারবো।
চুক্তি সম্পাদনকারী এক রাষ্ট্রের নিবাসী কোনো কোম্পানির চুক্তি সম্পাদনকারী অপর রাষ্ট্রের কোনো নিবাসীকে লভ্যাংশ দেওয়া হলে করারোপ করতে পারবে ১০-১৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমআইএইচ/এএ