ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ব‌রিশাল: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় পুকুরে ডুবে ইমরান (৭) ও আয়েশা (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

তারা দুইজন গুঠিয়া ইউনিয়নের ভাইটশালী গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান। এদের মধ্যে ইমরান স্থানীয় একটি নূরানী মাদ্রাসার হেফজ প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

পারিবারি সূত্রে জানা গেছে, গোসল করার জন্য দুপুর ১টার দিকে দুই ভাই-বোন বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়। এরপর স্থানীয় বাসিন্দা শহিদ তাদের মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী শহিদ বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় ইমরান ও আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সে সময় তারা কোনো নরাচরা করছিলো না। পরে স্বজনদের সহায়তায় পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সরদার সোহেল জানান, দুই ভাই-বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা‌দেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।