যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ
ঢাকা: দু’বছর পরও মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের নিজদেশে ফেরাতে মিয়ানমারের ওপর যুক্তরাজ্যের চাপ অব্যাহত রয়েছে।
সোমবার (২৬ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি।
একই সঙ্গে রাখাইনে স্থিতিশীলতার উন্নয়ন ও প্রত্যাবসন শুরুর জন্য এটাই (কফি আনান কমিশনের সুপারিশ) সেরা উপায়। রোহিঙ্গদের আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের উদারতার প্রতি শ্রদ্ধা জানাই।
লর্ড তারিক আহমেদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রতিনিধি। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার দুই বছর পূর্তি হয়েছে। ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গারা নির্যাতনের মুখে বাংলাদেশে আসতে শুরু করেছিল।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।