ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
চান্দিনায় ইয়াবাসহ যুবক আটক র‌্যাবের হাতে আটক যুবক, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ রুমন চন্দ্র শীলকে (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক রুমন চন্দ্র শীল চান্দিনা উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত তপন চন্দ্র শীলের ছেলে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রোববার (২৫ আগস্ট) রাতে চান্দিনা পৌর এলাকায় অভিযান পরিচালনা করে রুমন চন্দ্র শীলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে চান্দিনা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলেও এএসপি প্রণব কুমার।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।