আটক রুমন চন্দ্র শীল চান্দিনা উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত তপন চন্দ্র শীলের ছেলে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রোববার (২৫ আগস্ট) রাতে চান্দিনা পৌর এলাকায় অভিযান পরিচালনা করে রুমন চন্দ্র শীলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে চান্দিনা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলেও এএসপি প্রণব কুমার।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ওএইচ/