সোমবার (২৬ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ শাখা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দ্বিতীয় দিনের মতো চিরুনি অভিযান পরিচালনা করেন ডিএনসিসির কর্মকর্তারা।
চিরুনি অভিযানের সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় গুলশানের এক্সিকিউটিভ ইন লিমিটেডকে তিন লাখ টাকা এবং মিরাকি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে গুলশানের শান্তা প্রোপার্টিজকে এক লাখ টাকা, শাহজাদপুরে অনওয়ার্ড প্রোপার্টিজকে ৫০ হাজার টাকা এবং শাহজাদপুরে একটি ব্যক্তিগত নির্মাণাধীন ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএমআই/আরআইএস/