ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার মাহিলাড়া-নলচিড়া রোডের পাকা ব্রিজ সংলগ্ন নির্মল মণ্ডলের চায়ের দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, গ্রেফতার ইউপি সদস্য রায়হান একাধিক মাদক মামলার আসামি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।