সোমবার (২৬ আগস্ট) বিকেলে ফিতা কেটে ওই ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদার রহমান পাটেয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দাকার নাহিদ হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুল মোতালেব, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি