ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল কিনে না দেওয়ায় তিতাস (১৭) নামে এক তরুণ আত্মহত্যা করেছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।

সে একই এলাকার আব্দুল আলীমের ছেলে।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাইনা ধরে তিতাস। মোটরসাইকেল কিনে না দেওয়ার সন্ধ্যায় সে আত্মহত্যা করে।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক শেখ কামরুল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিতাসের মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্নহত্যা করেছে। এ বিষয়ে ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।