সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।
তিতাস স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাইনা ধরে তিতাস। মোটরসাইকেল কিনে না দেওয়ার সন্ধ্যায় সে আত্মহত্যা করে।
ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক শেখ কামরুল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিতাসের মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্নহত্যা করেছে। এ বিষয়ে ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি