সোমবার (২৬ আগস্ট) রাত ৯টায় আসমির নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক সাইফুল বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের তক্কেল মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা গ্রামের সাইফুলের বাড়ি তল্লাশি চালিয়ে বালির স্তুপ থেকে তিনটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। তিনটি প্যাকেটে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সাইফুলকে যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএ/