সোমবার (২৬ আগস্ট) দুপুরে দিকে এই অপহরণের ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রাত ১১টার দিকে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে এমভি মা-বাবার দোয়া নামে একটি ট্রলারের মাঝি এরশাদ, এক জেলে ও মাছসহ সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্যরা ট্রলারটি অপহরণ করে।
ট্রলারের মালিক সাহেদ বলেন, সকালে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে মাছ ধরার জন্য নিঝুম দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে যায়। সোমবার দুপুরে তাদের অপহরণ করে জলদস্যুরা। কিন্তু তারা নেটওয়ার্কে আসে রাত সাড়ে ১০টায়। পরে তারা ফোন করে বিষয়টি আমাদের জানায়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কর্মকর্তা মো. ফারুক জানান, আমরা বিষয়টি দেখছি।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএমএকে/এমএ/