সোমবার (২৬ আগষ্ট) দিবাগত রাত ৯টার দিকে নগরের বগুড়া রোডস্থ মল্লিকা কিন্ডারগার্টেন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি-এর এসআই ইউনুস আলী ফরাজী জানান, রাতে টহল দেওয়ার সময় দেখেন মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ছিনতাই করছে।
তবে ওই সময় তার সঙ্গে থাকা নতুন বাজার এলাকার মো. সাইফুল হাওলাদার ওরফে নিবিঢ় (১৯) ও কাউনিয়া থানা সংলগ্ন এলাকার মো. আলভি হাসান আবির (১৯) নামের দুই যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএস/এমএ