সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।
এদিকে বরিশাল নগরের রসুলপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস জানান, ধ্বংস হওয়া সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
অভিযানে কোস্টগার্ডের এস জি পিও (এক্স) এস এনামুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএমএকে/এমএ