ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ির ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
গাজীপুরে গাড়ির ধাক্কায় নিহত ২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় মিকচার মেশিনের গাড়ির ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শরিয়তপুরের সখিপুর থানার হাওলাকান্দি এলাকার মালেক সরকারের ছেলে রুবেল হোসেন (২১) ও সিরাজগঞ্জের শাজাহানপুরের কাটপাড়া গ্রামের মেহর পরমাণিকের ছেলে নজরুল (৪৬)।

নিহতরা দু’জনই গাজীপুরের একটি কারখানার শ্রমিক ছিলেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি ভ্যানযোগে রুবেলসহ দুই শ্রমিক চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মিকচার মেশিনের একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল ও নজরুল মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় এসেছে।  

মিকচার মেশিনের গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মজিবুর।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।