মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল তারা।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের ছয়ফুল মিয়ার ছেলে সালমান আহমেদ (৫) ও তোফাজ্জুল হকের ছেলে তায়েফ আহমেদ (৫)। উদ্ধার ওই দুই শিশুর বাবা কুয়েত প্রবাসী।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে বলেন, সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে সালমান ও তায়েফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে আশপাশের এলাকায় মাইকিংও করা হয়। মঙ্গলবার ভোরে ওই দুই শিশুর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পানিতে ডুবেই শিশু দু’টির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাদের পরিবারের লোকজন। তবে এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মৃত দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকলেও, যেহেতু দুইটি শিশুর মরদেহ একসঙ্গে পাওয়া গেছে তাই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদশে সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসআরএস