মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুফিয়া ওই উপজেলার বানুরিয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী।
উপেজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসাইন সাফায়েত বাংলানিউজকে বলেন, সোমবার (২৬ আগস্ট) দুপুরে জ্বর নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সুফিয়া। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসআরএস