অবসরপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিন বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আগামী ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিডার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কাজী মো. আমিনুল ইসলামের মেয়াদ আগামী ৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে। অপর একটি আদেশে বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ের জন্য তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়েছে সরকার।
সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব থাকাবস্থায় ২০১৭ সালের ১৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সিরাজুল ইসলাম। এরআগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পান। পরে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআইএইচ/আরআইএস/