মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে মাত্র তিনটি কে-টাইপ ফেরি নৌরুটে চলাচল করছে। বন্ধ রয়েছে রো রো, ডাম্প, মিডিয়াম ফেরিগুলো।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। চ্যানেল মুখে খনন কাজের জন্য পাইপ সরানোর কাজ চলছে। ফলে দুপুর থেকে তিনটি কে টাইপ ছাড়া সব ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নৌরুটের উভয় ঘাটেই আটকে আছে অসংখ্য পরিবহন।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কাঁঠালবাড়ী থেকে কে টাইপ ফেরিগুলো ছেড়ে গেছে। তবে শিমুলিয়া থেকে এখনো ফেরি আসেনি। চ্যানেলে নাব্যতা সংকট রয়েছে। এছাড়া ড্রেজিং এর পাইপগুলো সরানোর কাজ চলায় অন্যান্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে নাব্যতা সংকট রয়েছে। এছাড়া ডেজিংয়ের পাইপ সরানোর কাজ চলছে। ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। সন্ধ্যার পরে স্বাভাবিক হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
আরএ