সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। আসামিরা সবাই পলাতক।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এমএম সাজ্জাদ আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ইসলাম খাঁকে পিটিয়ে হত্যা করে একই এলাকার কয়েকজন। এ ঘটনায় তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিন ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার তৎকালীন ওসি চারজনকে আসামি করে ২০১০ সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআরএম/এএ