ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদি থেকে দেশে ফিরলেন ‘নির্যাতিত’ ৬৪ নারী শ্রমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
সৌদি থেকে দেশে ফিরলেন ‘নির্যাতিত’ ৬৪ নারী শ্রমিক দেশে ফেরা নারীরা, ফাইল ফটো

ঢাকা: সৌদি আরবের নিয়োগকর্তাদের হাতে যৌন হয়রানিসহ নানা ধরনের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের মধ্যে আরও ৬৪ জন নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন।

সোমবার (২৬ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ‘সেফ হোমে’ আশ্রয় নেওয়া এসব নারীকে দেশে পাঠানো হয়। সোমবার রাতে স্বেচ্ছায় দেশে ফেরা এসব নারী শ্রমিক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে তাদের গ্রহণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সৌদি আরব থেকে ফিরে আসা নারী শ্রমিকদের সবারই নিজেদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কোনো না কোনো নির্যাতনের অভিযোগ রয়েছে; বিশেষ করে সৌদি আরবের বাসা-বাড়িতে যারা কাজ করতে গিয়েছিলেন। অকালে দেশে ফিরে আসা নারীদের অনেকের নিয়োগকর্তাদের হাতে যৌন নির্যাতনে শিকার হওয়ারও অভিযোগ রয়েছে।

যদিও বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে গত পাঁচ বছরে প্রায় দুই লাখের মতো নারী গৃহকর্মী যায় বাংলাদেশ থেকে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।