সোমবার (২৬ আগস্ট) রাতে সিলেট-তামাবিল সড়কে নগরের টিলাগড় থেকে ভারতীয় সিগারেটের চালানসহ ফের তাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। আটককালে তার কাছ থেকে ৪৮ কার্টনে ৯ হাজার ৮শ পিস সিগারেট জব্দ করা হয়।
আটক লোকমান আহমদ লোকমান আহমেদ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর গ্রামের আব্দুস সাত্তার ও শমসিদা বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, এর আগে জেলা গোয়েন্দা পুলিশও তাকে আটক করেছিল। জেল থেকে বোরোনোর পর ফের চোরাচালানে জড়িয়ে পড়েন লোকমান। কেবল লোকমানই নন, তার মতো সীমান্ত এলাকার আরও অনেক বাসিন্দা রয়েছেন যারা চোরাচালানে জড়িত এবং পুলিশ তাদের আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়। কিন্তু কারাগার থেকে বেরিয়ে ফের চোরাচালানেই যুক্ত হয় তারা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর গোযেন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুর আলম মণ্ডলের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। আটককালে ভারতীয় ৯ হাজার ৮শ পিস সিগারেট জব্দ করা হয়।
তিনি বলেন, লোকমানকে বিভিন্ন সময় গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে পুনরায় চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে নগরের শাহপরাণ (র.) থানায় এ বছরের ১১ জুন বিশেষ ক্ষমতা আইনে মামলা (নম্বর-১৩/১১২) দায়ের করা হয়। এছাড়া সিলেটের জৈন্তাপুর থানায় (এফআইআর নম্বর-৯/১৪২), এছাড়া এসআই মাহাবুর আলম মণ্ডল বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা (নম্বর-১৯(০৮)১৯) দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এনইউ/এএ