মঙ্গলবার (২৭আগষ্ট) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইকোসেক প্রকল্পের সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠীর ২৬৬ জনের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে মোট ৭৯ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
রেড ক্রিসেন্টের খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এছাড়া জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী আতাউর রহমান রানা, নুরুন্নবী চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এডি/এইচজে