ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রান্তিকদের মধ্যে রেড ক্রিসেন্টের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
খাগড়াছড়িতে প্রান্তিকদের মধ্যে রেড ক্রিসেন্টের চেক বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির ইকোসেক প্রকল্পের আওতায় চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭আগষ্ট) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ইকোসেক প্রকল্পের সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠীর ২৬৬ জনের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে মোট ৭৯ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

 

রেড ক্রিসেন্টের খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।  

এছাড়া জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী আতাউর রহমান রানা, নুরুন্নবী চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।