ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

২ দিন পর আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
২ দিন পর আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু সজীব মোল্লার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

৪৬ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার চরমানাইর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে মরদেহটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

সজীব উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঠাকুরচর গ্রামের কৃষক মো. চুন্নু মোল্লার ছেলে।

রোববার দুপুরে সজীব চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি।  

মঙ্গলবার দুপুরে চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকা থেকে আড়িয়াল খাঁ নদের ভাটিতে প্রায় ১৩ কিলোমিটার দূরে একই উপজেলার চরমানাইর ইউনিয়নের খালাসী কান্দি গ্রামে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।