বৈঠকে সীমান্তে মাদক, অস্ত্রসহ অবৈধ সব পণ্য চোরাচালান, সীমান্ত পারাপার, নারী ও শিশুপাচার, চামড়াপাচার প্রতিরোধ এবং অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ বন্ধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ একমত পোষণ করেন।
এছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়াদিসহ নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এবং বিএসএফ'র পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ-৪৩ ব্যাটালিয়নের কমাড্যান্ট রতিকান্ত ঠাকুর।
পতাকা বৈঠক শেষ উভয়পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত যে কোনো সমস্যা ব্যাটালিয়ন, কোম্পানি, বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যাপারে মতামত দেন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএস/এএ