ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে চোরাচালান বন্ধে একমত বিজিবি-বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
রাজশাহী সীমান্তে চোরাচালান বন্ধে একমত বিজিবি-বিএসএফ বিজিবি-বিএসএফ এর উচ্চপর্যায়ের কর্মকর্তারা

রাজশাহী: রাজশাহীর মীরগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুর পর্যন্ত কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সীমান্তে মাদক, অস্ত্রসহ অবৈধ সব পণ্য চোরাচালান, সীমান্ত পারাপার, নারী ও শিশুপাচার, চামড়াপাচার প্রতিরোধ এবং অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ বন্ধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ একমত পোষণ করেন।  

এছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়াদিসহ নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এরজন্য দুই বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এবং বিএসএফ'র পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ-৪৩ ব্যাটালিয়নের কমাড্যান্ট রতিকান্ত ঠাকুর।  

পতাকা বৈঠক শেষ উভয়পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত যে কোনো সমস্যা ব্যাটালিয়ন, কোম্পানি, বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যাপারে মতামত দেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।