ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা  বিষয়ে কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা  বিষয়ে কর্মশালা 

যশোর: যশোরে সরকারি সংস্থা বাংলাদেশ হাই-টেক পার্কের উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । 

বুধবার (২৮ আগস্ট) সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে আলোচক হিসেবে কর্মশালায় অংশ নেন- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মিজ টিনা জাবিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র রিসোর্স পারসন সৌম্য বসু প্রমুখ।



কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা। এ সময় তিনি বাংলাদেশে আইটি/হাই-টেক শিল্পের বিকাশে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় এ খাতে জড়িত নানা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রণোদনা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের কথাও উল্লেখ করেন তিনি।  

পরে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক, জুনাইদ আহমেদ পলক।  

প্যানেল আলোচনাকালে ভারতীয় হাইকমিশনার সফটওয়্যার শিল্পে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। আগামীতে বাংলাদেশ-ভারত এ খাতে যৌথভাবে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ পর্ব শেষে ‘সফটওয়্যার টেকনোলজি পার্কে বিনিয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।  

এরপর ‘বাংলাদেশে স্টার্ট-আপ কালচার’: সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মিজ টিনা। তিনি নতুন উদ্যোক্তা তৈরির জন্য স্টার্ট-আপদের পরামর্শ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফান্ড পেতে করণীয় বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে কর্মশালার অংশ হিসেবে মাল্টি টেন্যান্ট ভবনের নিচ তলায় বিভিন্ন আইটি কোম্পানির উদ্ভাবনী সেবার প্রদর্শনী ও স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে বিজনেস টু বিজনেস সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।