ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের ৯৫ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
দেশের ৯৫ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: দেশে ৯৫ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকারের নেওয়া কৌশল সফল। তার বড় প্রমাণ বর্তমানে ৯৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দুই হাজার মেগাওয়াট থেকে বর্তমানে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে সরকার।

সফররত ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল স্ট্রাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে বুধবার (২৮ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন।

মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের অন্যতম স্তম্ভ কৃষি। এ খাতে সরকার নানা ধরনের সাফল্য অর্জন করেছে। সরকার শুধু খাদ্যে স্বয়ংসম্পন্ন নয় বিদেশে চালও রফতানি করছে। মাছ ও সবজি উৎপাদনে দারুণ সাফল্য অর্জন করেছে সরকার। সরকার বিশ্বের নানা দেশে সবজি রফতানি করছে।
 
মন্ত্রী আরও বলেন, প্রথমে আমাদের কৌশলকে অনেকে নেতিবাচক সমালোচনা করলেও এখন সবাই বাহবা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
 
স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। প্রতিটা কমিউনিটি ক্লিনিকে স্বল্প পয়সায় ভালো মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  
 
দেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াবে ৮ দশমিক ১৩ শতাংশে এবং মাথাপিছু আয় হবে ১৯০৯ মার্কিন ডলার। বিগত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭২ দশমিক ৩ হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ছিলো। এছাড়া ২০১৬ সালে ৭১.৬, ২০১৫ সালে ৭০.৯, ২০১৪ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৭ বছর। ২০১৩ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৪ বছর। ২০০৮ সালে গড় আয়ু ছিলো ৬৬ দশমিক ৮ বছর। দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে বলেই আমাদের গড় আয়ু বাড়ছে।   
 
পরিকল্পনা সচিব  নুরুল আমিন পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলী বিষয়ে এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরিপ্রেক্ষিত পরিকল্পনা, রূপকল্প ২০২১, ২০৪১, ডেল্টা প্লান ইত্যাদি বিষয়ে পৃথক পৃথক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
 
মন্ত্রী তাদের বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির বিভিন্ন বিষয় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত-জ্বালানি, কৃষি, আমদনি-রপ্তানি, ভৌত অবকাঠামো ইত্যাদি খাতে বাংলাদেশের অগ্রগতির বিষয় অবহিত করেন।
 
তারা বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের পরিকল্পনা কৌশলের ভূয়সী প্রশংসা করেন।
 
১৫ সদস্য বিশিস্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল সুরেশ চন্দ্র মহানী। এ সময় পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।