ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে মুসলিম সুইটসকে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
মিরপুরে মুসলিম সুইটসকে ৮ লাখ টাকা জরিমানা মুসলিম সুইটসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে

ঢাকা: রাজধানীর মিরপুরে মুসলিম সুইটসের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৮ আগস্ট) মিরপুরে মুসলিম সুইটসের রূপনগর শাখায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, মুসলিম সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া, পঁচা-বাসি পাউরুটি সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এসময় মেয়াদোত্তীর্ণ বাসি ও ফাংগাস পড়া প্রায় ৪০ কেজি টোস্ট বিস্কুট ও ১৮০ লিটার পোড়া তেল জব্দ করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে দই-মিষ্টি উৎপাদন করে আসছিল এই প্রতিষ্ঠানটি।  

মিরপুরে রূপনগরের মুসলিম সুইটসের মিষ্টির দোকানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএমআই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।