ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছবদের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার পুত্রবধূ উম্মে কুলসুম গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পূর্ব চিকনমাটি এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোসল শেষে ছবদের আলী বাড়ির আঙিনায় কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার পুত্রবধূ কুলসুম আহত হন। পরে পরিবারেরসদস্যরা দ্রæত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ছবদের আলীকে মৃত ঘোষণা করেন। আহত কুলছুম স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছবদের আলী। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ছবদের আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।  

মরদেহ স্থানীয় চেয়াম্যানের মাধ্যমে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজার।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।