বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের রজক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা ১ টার দিকে রজক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী জিহাদ মাঠে খেলা করছিল।
জিহাদের পিতা জুয়েল মিয়া অভিযোগ করেন, আমার ছেলেকে কোন রকম চিকিৎসা না করে রক্তাক্ত অবস্থায় তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখলেন শিক্ষকেরা। অথচ তার মাথার আঘাত গুরুতর ছিল। চিকিৎসকেরা ওর মাথায় দুইটি সেলাই করেছে। আমি এর ন্যায় বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, আমি শিক্ষক নাজনীন আক্তারকে দায়িত্ব দিয়ে স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম। নাজনীন কেন যে এমন কাজ করলেন তা আমার বোধগম্য নয়।
শিক্ষক নাজনীন আক্তার বলেন, জিহাদ আহত হওয়ার পর আহত স্থানে মলম লাগিয়ে অফিসে বসিয়ে রাখি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশীর শরীফ বলেন, জিহাদের অবস্থা দেখার পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। বিষয়টি তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, বিষয়টি নিয়ে সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকারকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৭২২ ঘন্টা, আগস্ট ২৯, ২০১৯
এমকেআর