ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
মেহেরপুরে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা জিআর, সিআর, নিয়মিত ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

 

মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলীর নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।  

মেহেরপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।