বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা জিআর, সিআর, নিয়মিত ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলীর নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।
মেহেরপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরআইএস/