ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

১৭ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রাহিমা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
১৭ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রাহিমা গ্রেফতার

ঢাকা: ‘মাদক সম্রাজ্ঞী’খ্যাত রাহিমা বেগমকে (৫০) রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হত্যা-মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগের ১৭ মামলার আসামি তিনি।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহিমা আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক বিক্রেতা।

তিনি দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তার মাদক ব্যবসার নেটওয়ার্ক সক্রিয় রাখছিলেন।  

একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় থাকা এ আসামিকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।