বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বঙ্গোপসাগরের সীমানা পরিধি এখন অনেক গুণ বেড়ে গেছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ভয়েস ডট কমের সম্পাদক বিশ্বজিত সেন ও প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসবি/এএটি