ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের পর্যটন উন্নয়নে মহাকর্মযজ্ঞে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
কক্সবাজারের পর্যটন উন্নয়নে মহাকর্মযজ্ঞে সরকার সভায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেছেন, কক্সবাজারের পর্যটন উন্নয়নে সরকার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে। ইতোমধ্যে কক্সবাজারে মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ কারণে জেলা সাংবাদিকদেরও সংবাদের ক্ষেত্র তৈরি হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বঙ্গোপসাগরের সীমানা পরিধি এখন অনেক গুণ বেড়ে গেছে।

সেই বিষয়টিও বিভিন্নভাবে তুলে ধরা দরকার। এছাড়া কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ভয়েস ডট কমের সম্পাদক বিশ্বজিত সেন ও প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।