ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে সেবা নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে সেবা নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে  চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও এ হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১০ টাকা মূল্যের বহির্বিভাগের রোগীর টিকিট কেটে চিকিৎসাসেবা নেন। এর আগে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।