ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এবার আরএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এবার আরএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

রাজশাহী: এবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার পদে তিনজনকে রদবদল করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন করা হয়েছে।

এই আদেশে মহানগরের মতিহার জোনের দায়িত্বরত উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনকে বোয়ালিয়া জোনে, কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদিনকে মতিহার জোনে ও মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাতেম আলীকে কাশিয়াডাঙ্গা জোনের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

 

নতুন পুলিশ কমিশনার যোগদানের আগে গত জুলাইয়ে রাজশাহী মহানগর পুলিশের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়।

ওই আদেশে মহানগরের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনকে বোয়ালিয়া মডেল থানায়, শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমানকে কাটাখালি থানায়, মতিহার থানার ওসি শাহাদাত হোসেনকে রাজপাড়া থানায় ও রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমানকে মতিহার থানায় বদলি করা হয়।  

এছাড়া আরএমপির বেতার শাখার ইনচার্জ মাজহারুল ইসলামকে দামকুড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।