ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুলু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিহত দুলু মিয়া রংপুর কোতোয়ালি উপজেলার পাগলাপীর গ্রামের বাসিন্দা। তিনি রায়েরবাগ এলাকার একটি রিকশার গ্যারেজে থাকতেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া পরিচিত আবদুল জলিল বাংলানিউজকে জানান, দুপুরে রায়েরবাগ ফুটওভারব্রিজের নিচের রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত দুলু মিয়া এ এলাকায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৫০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।