ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তক্ষকসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
গাজীপুরে তক্ষকসহ যুবক আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মুদাফা এলাকা থেকে দু’টি তক্ষকসহ আইয়ুব আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৮ আগস্ট) রাতে মুদাফা কান্নারটেক এলাকার আলমগীর মাস্টারের ভাড়া বা‌ড়ি থেকে তাকে আটক করা হয়।

আইয়ুব টঙ্গীর মুদাফা পূর্বপাড়া এলাকার মৃত রহমত আলী ছেলে।

তি‌নি মুদাফা কান্নারটেক এলাকার আলমগীর মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মুদাফা কান্নারটেক এলাকার আলমগীর মাস্টারের ভাড়া বাড়িতে অ‌ভিযান চালানো হয়। এসময় আইয়ুবের কক্ষ থেকে দু‌’টি তক্ষক উদ্ধার ও তাকে আটক করা হয়। তক্ষক দু’টির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।