বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে তালা মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম সরদার সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনসুর সরদারের ছেলে।
জানা যায়, নির্মাণ শ্রমিক ইব্রাহিমসহ কয়েকজন বৃহস্পতিবার সকালে তালা সদরের মেলা বাজার এলাকায় উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের বাসভবনের তৃতীয় তলায় বাঁশের চালির উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করছিলেন। সেখান থেকে মাটিতে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন শফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি