শাহাদত হোসেন উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে গরু ব্যবসায়ীর একটি দল অনন্তপুর সীমান্ত দিয়ে গরু পাচারের সময় শাহাদতকে আটক করে ভারতীয় ১৪২ বিএসএফ’র শেউটি-২ এর টহলদল।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ অনন্তপুর এলাকার তাজুলের নেতৃত্বে ১২/১৪ জনের একটি গরু ব্যবসায়ীর দল অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক ৯৪৪/৩ এস পিলারের কাছ দিয়ে গরু পাচারের সময় ভারতীয় ১৪২ বিএসএফ’র শেউটি-২ এর টহলদলের মুখোমুখি হয়।
এ সময় গরু পাচারের বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে বিএসএফ। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটলে ছুটাছুটিতে শাহাদত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে জানা গেছে।
উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল বাংলানিউজকে জানান, ভোরে অনন্তপুর সীমান্ত এলাকায় শাহাদত হোসেন নামে এক যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তার বাবা আলতাফ হোসেন বিষয়টি এলাকার মেম্বার আবুল হোসেন এবং আমাকে অবগত করেছেন।
পরে আবুল হোসেন বিষয়টি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায়কে জানান এবং যুবকটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ করেন।
ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় জানান, শাহাদত হোসেন নামে এক গরু ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে বলে স্থানীয় মেম্বার আবুল হোসেন জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, এ ব্যাপারে অফিসিয়ালি আমরা কিছু জানি না। বিএসএফও স্বীকার করেনি। তবে, লোকমুখে জানতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এফইএস/এএটি