বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন ওই কিশোরীর মা। এরআগে বুধবার (২৮ আগস্ট) রাতে ফতুল্লার রেলস্টেশন জোড়াপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনে বাসায় ফেরার পথে শান্ত, শুভ ও রাজন নামে স্থানীয় ৩ বখাটে তার পথরোধ করে। এরপর একটি ঝোপের ভেতরে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ অভিযোগে ওই কিশোরী মা মামলা দায়ের করেছেন।
অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ওএইচ/